গৌরীপুরে মামলা |গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
গৌরীপুরে গৃহপরিচারিকা কল্পনার ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার গৌরীপুর থানায় মামলা লিপিবদ্ধ হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সহযোগিতায় কল্পনা মামলাটি দায়ের করেছে। তার হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে, পাসহ শরীরের ক্ষত স্থানে পচন ধরেছে, ৩টি দাঁত ভেঙ্গে ফেলায় মাড়িতে ঘাঁ হয়েছে, পানি গরম করে মাথায় ছ্যাকা দেয়ার কারণে পুড়ে গেছে মাথার চামড়া, উঠে গেছে চুল। আর্থিক দৈন্যদশায় অসহায় কল্পনার জুটছে না সুচিকিত্সা।
নির্যাতিত কল্পনা আক্তার বুধবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারকের নিকট অভিযোগ দায়ের করেন। বিচারকের নির্দেশে গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ বৃহস্পতিবার অভিযোগটি এফআইআরভুক্ত করেন। ঢাকা সেনানিবাসে বসবাসরত সেনা কর্মকর্তা ফেরদৌস-উর-রহমানের স্ত্রী রুনা, সেনা কর্মকর্তা লেঃ কর্নেল ফেরদৌস-উর-রহমান, গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সিংচাপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র আরশেদ আলীকে আসামি করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলার অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন।
গত মঙ্গলবার সকালে কল্পনার দেখা মিলে গৌরীপুর থানার অতিথি কক্ষে। গত একটি বছর কিভাবে কেটেছে তার সেই বর্ণনা শোনে গা শিউরে উঠে। নির্যাতনের নির্মম কাহিনী শোনে চোখে পানি এসে যায় জনপ্রতিনিধি, পুলিশ ও সাংবাদিকসহ উপস্থিত সবার।
বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম বলেন, পশুর আচরণকেও হার মানিয়েছে এই নির্মমতা।
মেয়েটিকে বাঁচাতে হলে প্রয়োজন চিকিত্সা। অথচ একটি ট্যাবলেট কিনার সামর্থ্য নেই এই পরিবারের। মামলা চালানোর সামর্থ্য তাদের নেই। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক নাজমা আক্তার ও শিউলী দাস চিকিত্সার জন্য এক হাজার টাকা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর থানা ওসি মোহাম্মদ আলী শেখও আর্থিক সহযোগিতা দেন।
নির্মমতার কঠিন যুদ্ধে কল্পনা! ছোট বোন স্বপ্না ২য় শ্রেণি ও একমাত্র ভাই লুত্ফর রহমান ৫ম শ্রেণিতে পড়ছে। কল্পনাকে বাঁচাতে ছোট বোন আল্পনাও কাজে যোগ দিয়েছে।
EmoticonEmoticon