স্টাফ রিপোর্টার :মুক্তাগাছায় ক্রিকেট খেলা নিয়ে ছাত্র খুন । ময়মনসিংহে মুক্তাগাছায় আজ শুক্রবার বড়গ্রাম ইউনিয়নের সৈয়দগ্রামে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় মোজাহারুল (২০) নামে এক ছাত্র নিহত হয়েছেন । আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে । নিহত ঐ ছাত্রের পিতার নাম আজাব আলী । মুক্তাগাছা উপজেলা হাসপাতালে কর্মরত ডাক্তার জানান, নিহতের বুকে পিঠে পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । রাত ৯টায় তাকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষনা করা হয় । হাসপাতালে । এলাকাবাসী সূত্রে জানা যায় ক্রিকেট খেলা নিয়ে সুমন নামে এক ছাত্র এ ঘটনা ঘটিয়েছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে ।
EmoticonEmoticon