ফুলবাড়ীয়ায় খুন


মনোনেশ দাস, ২৬ মে , মঙ্গলবার, ২০১৫ : ফুলবাড়ীয়ায় খুন । ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত ঘটনায় চাচাকে খুন করে পালিয়েছে ভাতিজা । আজ মঙ্গলবার ফুলবাড়ীয়ায় এনায়েতপুরে এ ঘটনা ঘটেছে । এলাকাবাসী ও সেংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মুনসুরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে শাহজাহান কালু মিয়ার (৪০) সাথে । মঙ্গলবার বিকেলে শাহজাহান ও মুনসুরের ঝগড়া হয়। পরে রাতে মুনসুরের ছেলে মাসুদ ধারালো অস্ত্র দিয়ে সাইকেলে করে বাড়ি ফেরার পথে শাহজাহানকে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে। ফুলবাড়ীয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিব জানান,লাশ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে ।
Previous
Next Post »
Powered By Blogger