নান্দাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা


নান্দাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা।নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী বলেছেন, বাংলাদেশকে একুশ শতকের উপযোগি করে গড়ে তুলতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী এই চেষ্টাই করে যাচ্ছেন। গতকাল শুক্রবার জেলার নান্দাইল উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চণ্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশকে বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে এজন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার ব্যপকভাবে করতে হবে। স্কুলটির একশত বর্ষ উপলক্ষে ঐদিন সকালে এক আনন্দ শোভাযাত্রায় এ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থিরা অংশগ্রহণ করে। দু’দিন ব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মো. আব্দুর রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য এবং শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহ -১০ (গফরগাও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-২ আসনের (ফুলপুর) এর সংসদ সদস্য শরীফ আহমেদ, চট্টগ্রাম-২ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মাফফুজুর রহমান মিতা, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর আলম প্রমুখ । - See more at: http://www.mymensinghbarta.com/?p=13975#sthash.DbvSp6f8.dpuf
Previous
Next Post »
Powered By Blogger