


স্টাফ রিপোর্টার : আজ শনিবার ময়মনসিংহে মুক্তাগাছায় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে । মরহুম আব্দুল হামিদ নায়েব ও মরহুম আব্দুল জব্বার মেম্বার সাহেবের স্মরণে মুক্তাগাছা তারাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্নে তারাটি পূর্বপাড়া উইনার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হা-ডু-ডু ফাইনাল খেলা পাড়টঙ্গী একাদশ বনাম ডৌয়াখোলা তরকিত স্টীল একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার পর পর পাড়টঙ্গী একাদশ এর খেলোয়াড়রা আকর্ষনীয় খেলা উপহার দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ২-০ গোলে ডৌয়াখোলা তরকিত স্টীল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলকে বিরাট আকারের একটি ষাঢ় ও রানার্স আপ দল কে একটি ছাগল উপহার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক পরিষদের আহবায়ক এবিএম জহিরুল হক (জহির)। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি বলেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হা-ডু-ডু খেলাটিকে ফিরিয়ে আনার লক্ষ্যে এর আয়োজন। ভবিষ্যতে এ খেলা অব্যাহত থাকবেন বলে তিনি আশ্বাস বক্ত্য করেন। এর আগের খেলা শুরু হওয়ার পূর্বে খেলোয়ার দের সাথে পরিচিত হন ৩নং তারাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আজগর আলী মেম্বার, প্রধান অতিথি এবিএম জহিরুল হক, এসময় এলাকার অনেক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। উল্লেখ্য ১৬টি দল নিয়ে ৫ই জানুয়ারী থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। খেলাটি পরিচালনা করেন সুলতানা আহম্মদ ও আজাহারুল ইসলাম। ধারা ভাষ্যকারে ছিলেন মোঃ শহিদুল্লাহ্।
EmoticonEmoticon