মনোনেশ দাস , ২৪ মে ২০১৫ রবিবার : ফুলপুরে অগ্নিকান্ড ২ শিশুর মুত্যু । ময়মনসিংহে ফুলপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফুলপুর থানার ওসি মাজাহারুল হক জানন, রাত ১০টার দিকে রঘুরামপুর গ্রামে মুদির দোকানদার মুখলেছুর রহমানের বাড়িতে ঝড়ের সময় এ অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। এ সময় ঐ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিল। এতে মুখলেছুর রহমানের দুই কন্যা সন্তান সুমা (৬) ও তামান্না (৪) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ছয়লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
EmoticonEmoticon