
স্টাফ রিপোর্টার : ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-উপলক্ষ্যে মুক্তাগাছা উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন টিএইচও ডাঃ হারুন অর রশিদ। কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ মোস্তফা কামাল। এ দিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার, প্রায় আনুমানিক ৪০০ জন স্বাস্থ্যকর্মী সরকারের এ কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় ওয়ার্ল্ড ভিশনের ময়মনসিংহ অঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি বিশেষজ্ঞ ডাঃ জয়ন্ত কুমার রায়, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ডাঃ শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা জুবাইদুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ কেন্দ্র পরিদর্শন ও কার্যক্রমে সহযোগিতা করেন।
EmoticonEmoticon