



মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার পাড়াটঙ্গি কাঠগড়া ঋষিপাড়ায় হিন্দু অন্তজ সম্প্রদায়ের চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত পূজা অনুষ্ঠিত হয় ।
পূজা উপলক্ষে বসে চড়ক মেলা ।
অন্তজ সম্প্রদায়ভূক্তদের একটি বড় ধর্মীয় উৎসব হিসাবে এই পূজা ও মেলা বিবেচিত হয়ে আসছে ।এই বিশেষ দিনে চড়কপূজা অনুষ্ঠিত হলেও এর প্র¯তুতি চলে টানা পনের দিন । শিব পার্বতীর পালা গেয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুড়ে বেড়ায় । চাল- ডাল, টাকা- পয়সা , মাগন (ভিক্ষা ) তুলে পূজার খরচ জোগাড় করে । চড়ক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগে ধর্ম- বর্ণ নির্বিশেষে অগণিত শিশু ও নারী পুরুষের সমাগেম ঘটে । শিব- পার্বতীর (হর-গৌরী) পালা উৎসব অন্তজ শ্রেণীর মধ্যে দেখা গেলেও এটি আবহমান বাংলার একটি পরিচিতি উৎসব ।
চড়ক পূজায় বিশেষ বৈশিষ্ট ভক্তের পিঠে লোহার হূক (বরশি)লাগিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হয় । হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত । ঘোরা শেষ হলে রক্ত বা কাটা চিহ্ন মিি য়ে যায় ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : হিন্দু অন্তজ সম্প্রদায়ের চড়ক পূজার দৃশ্য
EmoticonEmoticon