মনোনেশ দাস :মুক্তাগাছায় ময়মনসিংহে মুক্তাগাছায় আনন্দঘন পরিবেশে শহরের মহারাজা রোডস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা ।
মানব জাতির সুখ, শান্তি ও মঙ্গলের জন্য বুধবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন ও পূজার মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৪২১ বাংলা সনের বাসন্তী পূজা ।
মুক্তাগাছায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বৃটিশ আমলেরও আগে থেকে ।
জানা যায়,বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা ।গতকাল বুধবার ২৫ মার্চ অনুষ্ঠিত হয় মহাষষ্ঠী , আজ ২৬ মার্চ মহাসপ্তমী ,২৭ মার্চ মহাঅষ্টমী , ২৮ মার্চ মহানবমী ও ২৯ মার্চ রবিবার দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তী হবে ।
দেবী দোলায় আগমন করবেন ও গজে গমন করবেন ।
আগামীকাল শুক্রবার ২৭ মার্চ অষ্টমী উপলক্ষে বেগুনবাড়ি ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হবে স্নান উৎসব । এউপলক্ষ্যে নদ তীরে প্রতিবছরের ন্যায় এবারও বিশাল মেলার আয়োজন করা হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) মহারাজা রোডস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা
EmoticonEmoticon