মুক্তাগাছায় বাসন্তী পূজা উপলক্ষে ব্রহ্মপুত্র নদে অস্টমী স্নান স্টাফ রিপোর্টার : ব্রহ্মার কৃপা চেয়ে ‘হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর’- এ মন্ত্র উচ্চারণ করে জগতের যাবতীয় সঙ্কীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় লাখ লাখ পূর্ণার্থীর অংশহগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ব্রহ্মপুত্র নদের বেগুনবাড়ি ঘাটে অষ্টমী স্নান উৎসব । সোমবার ভোর থেকে মুক্তাগাছা এবং সারাদেশ থেকে লাখ লাখ নর নারী আবাল বৃদ্ধা বনিতা ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের আশায় স্নানে অংশ নেন । পুর্ণার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উে ছে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী অঞ্চল । পুর্ণার্থীরা ধান, দুর্বা, চিনি , কলা প্রভৃতি নিয়ে পুরোহিতদের মাধ্যমে মন্ত্র পড়ে স্নান করছেন পাপ থেকে পরিত্রাণের আশায় । স্নান উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা । মেলার পরিবেশ সুষ্ঠু রাখতে নিয়োজিত আছে আইন শৃংখলা বাহিনী ।
EmoticonEmoticon