স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার মুক্তাগাছা প্রশাসনের আয়োজনে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার তারাটি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও বাবুল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, মহিলা পরিষদের সভানেত্রী রুমী দাস, সাধারণ সম্পাদক সুরাইয়া মালেক, মহিলা নেত্রী মলিনা রানী দত্ত, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রোনাল্ড দেবাশীষ ডন, সাংবাদিক ফেরদৌস আলম, কাজী আলমগীর হোসেন প্রমুখ। সভায় সামাজিক অবক্ষয় রোধে উপস্থিত সবাই শপথ বাক্য পাঠ করেন।
EmoticonEmoticon