মুক্তাগাছায় বিদ্যুৎ উন্নতি। স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকেনি । বিদ্যুত সরবরাহে ব্যাপক উন্নতি হয়েছে বলে ব্যাহারকারীদের দাবী । পৌরএলাকাসহ উপজেলার ১ নং দুল্লা , ২নং বড়গ্রাম, ৩নং তরাটি , ৪ নং কুমারগাতা, ৫ নং বাঁশাটি, ৬ নং মানকোন , ৭ নং ঘোগা , ৮ নং দাওগাঁও , ৯ নং কাশিমপুর ও ১০ নং খেরুয়াজানী ইউনিয়নের বাসিন্দা একাধীক বিদ্যুৎ গ্রাহক জানান,ঈদের পর বিদ্যুতের উন্নতিতে আমাদের জীবনযাত্রার মান বেড়েছে ।
EmoticonEmoticon