ময়মনসিংহে গুলিবিদ্ধসহ ১০ যুবলীগ কর্মী


স্টাফ রিপোর্টার :ময়মনসিংহে গুলিবিদ্ধসহ ১০ যুবলীগ কর্মী । আজ শনিবার দুপুরে ঘটনা ঘটে ।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার শহরের আকুয়া মোড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় র‌্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আকুয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার ও যুবলীগ নেতা শাহিনুর আলম গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বেলা আড়াইটার দিকে আকুয়া মোড়লপাড়া এলাকায় আবারো দুই পক্ষ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও অর্ধ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসী জানায়। এতে মোস্তাফা নামে এক বালু শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ১০ জন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি ফজলুল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্রমেই অশান্ত হয়ে উঠছে ময়মনসিংহ শহর। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যা নেমে এলেই শহরের আকুয়া, কাঁচারীঘাট ও স্টেশন রোড এলাকায় সরকার দলীয় দুই গ্রুপের সশস্ত্র মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাংচুর ও সংঘর্ষে আতংকে রয়েছে শহরবাসী।
Previous
Next Post »
Powered By Blogger