ময়মনসিংহে কবি নজরুল নিয়ে অবরোধ


ময়মনসিংহে কবি নজরুল নিয়ে অবরোধ । ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি নজরুলের ১১৬তম জন্ম-জয়ন্তী কুমিল্লায় স্থানান্তরের প্রতিবাদে ও ত্রিশালে অনুষ্ঠানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে নজরুল ভক্তরা। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতারা ও নজরুল প্রেমিক জনতা এ অবরোধ করে। দীর্ঘদিন ধরে ত্রিশালের দরিরামপুরের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। কিন্তু এ বছর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুসে উঠে ত্রিশালের নজরুল প্রেমিক জনগণ। এ দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছে তারা। ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দাবি আদায়ে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালে অনুষ্ঠিত হবে এ ঘোষণা না আসলে আগামীকাল রোববার সকাল ১১টা থেকে আবারো লাগাতার অবরোধ ও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় ত্রিশালের নজরুল ভক্তরা। অবরোধ কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীবাহী বাস আটকা পড়ে। বাস, ট্রাক, লেগুনা, সিএনজিসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রী সাধারণ।
Previous
Next Post »
Powered By Blogger