
ময়মনসিংহে হরিনাম সংকীর্তন। আজ বৃস্পতিবার রাত পর্যন্ত ৭ দিন । ময়মনসিংহে চলছে ৭২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন । শহরের জুবলীঘাটস্থ রঘুনাথ জিউ আখড়ায় গত বৃহস্পতিবার শুরু হয় অধিবাস । সংকীর্তনে অংশ নিয়েছেন দেশ বিদেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ । ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিগণ মন্দির পরিদর্শন করেন । ভক্তদের পদচারণায় এখন মুখরিত রঘুনাথ জিউ আখড়া । আগামী রবিবার পর্যন্ত চলবে উৎসব ।
EmoticonEmoticon