ভালুকায় ভল্লুক অপভ্রংশ


ভালুকায় ভল্লুক অপভ্রংশ । মনোনেশ দাস :ময়মনসিংহে ভালুকা ।ঢাকা থেকে ঢাকা-ভালুকা জাতীয় মহাসড়ক পথে রাজেন্দ্রপুর সেনানিবাস (গাজীপুর) ও মাওনা শ্রীপুর হয়ে ময়মনসিংহ মহাসড়ক পথে (প্রায় ৮০কিঃমিঃ) ভালুকা উপজেলা। উত্তরে ত্রিশাল, দক্ষিণে গাজীপুরের শ্রীপুরউপজেলা, পূর্বে গফরগাঁও, পশ্চিমে ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের সখিপুরউপজেলাঅবস্থিত। আয়তন ৪৪৪.০৫ বর্গ কিলোমিটার। এটি ১টি থানা, ১টি পৌরসভা (খ শ্রেণীর), ৯টি ওয়ার্ড, ১৩টি মহল্লা, ১১টি ইউনিয়ন, ৮৭টি মৌজা, ১১০টি গ্রাম নিয়ে গঠিত। মূলতঃ ভালুকা গ্রাম ও ভালুকা বাজারকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ভালুকা থানা ও ভালুকা উপজেলার নামকরণ করা হয়েছে। ভালুকা নামকরণ বিষয়ে বেশ কয়েকটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। এই জনশ্রুতি গুলোর মধ্যে তিনটি জনশ্রুতিই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই তিনটি জনশ্রুতির একটি হলো বৃটিশ শাসন যখন বাংলাদেশে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হয়, তখন নীলকর সাহেবগণ তাঁদের নিজস্বার্থ চরিতার্থ করার জন্যে বিভিন্ন জায়গায় নীলকুঠি স্থাপন করেন। নীলকুঠি স্থাপনের পর নীলকর সাহেবগণ মাঝে মধ্যে শিকার করতে বের হতেন। শিকার করতে বের হয়ে নীলকর সাহেবগণ বনে-জঙ্গলে বাঘ, ভাল্লুক দেখতে পেতেন। আর এ কারণেই নীলকর সাহেবদের কাছে এই এলাকা ভল্লুক এলাকা হিসেবে পরিচিতি পেয়ে যায়। পরবর্তী সময়ে ভল্লুক এর অপভ্রংশ হিসেবে উৎপত্তি ঘটে ভালুকা নামের। দ্বিতীয় জনশ্রুতি হচ্ছে, বর্তমান ভালুকা বাজারের দু’টি অংশ রয়েছে। এর একটি হচ্ছে পূর্ব অংশ, অন্যটি হচ্ছে পশ্চিমাংশ। পূর্ববাজারসহ গোটা ভালুকাই ছিলো ভাওয়াল পরগণার অন্তর্ভূক্ত। অবশ্য ভালুকার পশ্চিম বাজার ছিলো মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্তের জমিদারির আওতাভূক্ত। সেখানে জঙ্গলের ভেতর একটি মাজার ছিলো। এর খাদেম ছিলেন ওয়াহেদ আলী ফকিরের পিতা ইন্নত ফকির। মরহুম খান সাহেব আবদুল্লাহ চৌধুরীর নির্দেশে তাঁর সমসাময়িক বেশ ক’জন বিশ্বস্ত লোক মনসুর আলী খান, জয়েদ আলী ও জয়েদ খানের সহযোগিতায় ভালুকা বাজার সৃষ্টি হয়। পূর্ব বাজারে একটি কাচারী ঘর ছিলো। সেখানে ভাওয়াল রাজার নামে খাজনা আদায় করা হতো। ভাওয়ালের কাচারীর নাম হয়ে ছিলো ভাওয়ালের নাম অনুসারেই। পরবর্তী সময় বাজারসহ গ্রামের নামকরণ হয় ভালুকা। ১৯১৭ সালে গফরগাঁও থানাকে বিভক্ত করে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয়। তৃতীয় জনশ্রুতিটি হচ্ছে ভালুক চাঁদ মন্ডল ছিলেন আদিবাসী কোচ বংশের সর্দার। ভালুক চাঁদ এর নামানুসারে ভালুকা নামের সৃষ্টি হয়েছে। উথুরা ইউনিয়নে ও বর্তমান ডাকাতিয়া অঞ্চলে কোচ বংশের লোকজনের অধিবাস এখনো রয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে কোচ বংশের লোকজন বর্মণ পদবী ধারণ করেছে। মোট জনসংখ্যা ৩,০৮,৭৫৮ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ১,৫৮,০০৩ জন, মহিলা ১,৫০,৭৫৫ জন, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৬৯৫ জন, মোট খানার সংখ্যা ৭২,০৬৯টি, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৫৪%। শিক্ষার হার ৪১.০১% (পুরুষ ৪৪%, মহিলা ৩৮%)। মোট প্রাথমিক বিদ্যালয় ২১৭টি (সরকারী ৯৪টি, বেসরকারী রেজিষ্টার্ড ৩৫টি, আন রেজিষ্টার্ড ১টি, উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৮টি, কিন্ডার গার্ডেন ৬টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ১১টি, উচ্চ মাদ্রাসা সংলগ্ন ৩৭টি, কমিউনিটি ২৫টি), নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১১টি, ৯ম শ্রেণীর অনুমতি প্রাপ্ত বিদ্যালয় ৭টি, মাধ্যমিক বিদ্যালয় ৩৩টি, স্কুল এন্ড কলেজ ৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১টি, ডিগ্রী কলেজ ২টি (বেসরকারী), ফাযিল মাদ্রাসা ৩টি, আলিম মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ৩৬টি। নির্বাচনী এলাকা ১৫৬-ময়মনসিংহ ১১। ভোটার সংখ্যা পুরুষ ১১৪৪২২ জন, মহিলা ১১৯৩৯৭ জন, মোট ২৩৩৮১৯ জন। বর্তমান সংসদ সদস্য ডা. এএম আমানুল্লাহ,এম পি ভালুকার হাতিবেড় গ্রামে মেজবাহুল হক গড়ে তুলেছেন দক্ষিণ এশিয়ার একমাত্র কুমির প্রজনন খামার রেপটাইলস। ২০০৪ সালে ১৩ একর জমির ওপর গড়ে ওঠা খামারে প্রথম মালয়েশিয়া থেকে ক্রোকোডাইলস প্রোসাস প্রজাতির ৭৫টি কুমির আমদানি করে ফার্মটির আনুষ্ঠানিক পথচলা শুরু। বর্তমানে এ প্রকল্পে ছোট-বড় মিলিয়ে কুমির আছে ১ হাজার ৭০০টি। এবং আরো রয়েছে টেক্সটাইল মিলস, সিরামিক শিল্প, স্পিনিং মিলস, মাছ ফিড, চাল মিলের, মোটর মিলস, গ্লাস কারখানা,এবং দক্ষিন ভালুকায় রয়েছে ভারী শিল্প ও আন্তর্জাতিক মানের পোশাক শিল্পঞ্চল। কিছু শিল্প কারখানর নাম উল্লেখ করা হলো:- • o এনার্জি নীট এন্ড স্পিন লি: o আরিফ নীট এন্ড স্পিন লি: o AT & T মিলস লিমিটেড (স্পিনিং) o এনার্জি কম্পোজিট ডাইং লিমিটেড o ভাই ভাই অটো রাইস মিলস লিমিটেড,পাড়াগাঁও o স্কয়ার ফ্যাশন লিঃ,মাস্টার বাড়ী o বাদশা টেক্সটাইল লিমিটেড,মাস্টার বাড়ী o অগ্রণী নিটওয়্যার (বিডি) লিমিটেড. o রানার অটোমোবাইল লিমিটেড, পাড়াগাঁও o স্যোসাল মারকেটিং লিমিটেড (SMC), জামিরদা o কটন গ্রুপ, আমতলি o এনভয় টেক্সটাইল, জামিরদা o নাসির গ্লাস লিমিটেড. জামিরদিয়া ও জৈনা(শ্রীপুর ও ভালুকা) o এক্সেলেন্স সিরামিক লিমিটেড, বড়চালা, পাড়াগাঁও o রিদিশা মিলস লিমিটেড স্পিনিং,জামিরদা o সোউদি বাংলা মাছ লিমিটেড ফিড, পল্লি বিদ্যুৎ সংলগ্ন o শার্ম অটো রাইস মিল. o রাকিব অটো রাইস মিলস লিমিটেড, সিডস্টোর বাজার, o টিএম বিডি লিমিটেড o এস কিউ স্টেসন লিমিটেড,জামিরদা বনভূমি ২৩০৭৮.২৬ একর। বালু মহল আছে। মোট জমি ৪৪৪০৫ হেক্টর। এক ফসলী জমি ৫২২৩ হেক্টর, দুই ফসলী জমি ১৯৫৩৮ হেক্টর, তিন ফসলী জমি ১৬৮৯৭ হেক্টর। নীট ফসলী জমি ৪১৬৫৮ হেক্টর, মোট ফসলী জমি ৯৪৯৯০ হেক্টর, ফসলের নিবিড়তা ২২৮%। বর্গাচাষী ৮০০০ জন, প্রান্তিক চাষী ২৪০১১ জন, ক্ষুদ্র চাষী ৯০০০ জন, মাঝারী চাষী ৮৩২৮ জন, বড় চাষী ২০০০ জন। কৃষি ব্লকের সংখ্যা ৩১টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ৩১টি, সয়েল মিনিল্যাব ৫টি, বিএডিসি বীজ ডিলার ১৯ জন, বিসিআইসি সার ডিলার ১০ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ১টি (৫০ শয্যাবিশিষ্ট), পরিবার কল্যাণ কেন্দ্র ৭টি, উপস্বাস্থ্য কেন্দ্র ৩টি, কমিউনিটি ক্লিনিক ২৬টি। সরকারী অ্যাম্বুলেন্স ১টি। কৃষি ৬৯.৭২%, অকৃষি শ্রমিক ৩.১৪%, ব্যবসা ৯.৪৮%, চাকুরি ৫.৯১%, অন্যান্য ১১.৭৫%। ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ১টি, টেলিফোন কোড ০৯০২২, পোষ্টাল কোড ২২৪০। -------সম্প্রতি------------ 1. ভালুকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত - Daily Naya ... dev.dailynayadiganta.com/detail/news/20765 • ১৭ ঘন্টা আগে - ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় মো: কামরুজ্জামান কানন (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ফাজিল পরীক্ষার্থী ছিলেন। এসময় মটর সাইকেল আরোহী অপর পরীক্ষার্থী সোলাইমান (১৭) গুরুতর আহত হয়েছেন। আহত সোলাইমানকে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল ... • ভালুকায় পরীক্ষার্থী বরিশালে শ্রমিক নিহত - Jugantor www.jugantor.com/bangla-face/2015/05/08/260220 • ৯ ঘন্টা আগে - সড়ক দুর্ঘটনায় ভালুকায় ফাজিল পরীক্ষার্থী এবং বরিশালে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের অপর এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া শাহজাদপুরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মিছিলে যাওয়ার সময় নছিমন উল্টে ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। বান্দরবানে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকসহ ৯ সেনা সদস্য এবং দশমিনায় ইউপি ... • ভালুকায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান - Bhorer Kagoj www.bhorerkagoj.net/print-edition/2015/05/08/31557.php • ৫ ঘন্টা আগে - ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় বুধবার সকালে উপজেলা মিলনায়তনে নৃতাত্তি¡ক (উপজাতীয়) জনগোষ্ঠীর মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়েছে। স্থানীয় এমপি অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এক হাজার ২৫০ টাকা করে ৩২০ জন শিক্ষার্থীর মধ্যে ৪ লাখ টাকা উপবৃত্তি দেন। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় এ ... • সড়ক দুর্ঘটনায় ভালুকায় আলিম পরীক্ষার্থী নান্দাইলে বৃদ্ধা ... www.kalerkantho.com/print-edition/priyo-desh/2015/05/08/219485 • ৭ ঘন্টা আগে - সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় আলিম পরীক্ষার্থী এবং নান্দাইলে বৃদ্ধা নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর : ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলার. • ভালুকায় নববধূ ও ঘাটাইলে পুলিশ সদস্য নিহত - Prothom Alo www.prothom-alo.com › বাংলাদেশ › দুর্ঘটনা • ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় জাকিয়া সুলতানা (২৫) নামের এক নববধূ নিহত ও তাঁর স্বামী তাংটিং পান আহত হয়েছেন।এদিকে গতকাল সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত ও তিন সদস্য আহত হয়েছেন।জাকিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকিয়ার বাড়ি... • মার্কস স্পেনসার প্রতিনিধি ভালুকায় - Prothom Alo www.prothom-alo.com › অর্থনীতি › পোশাক শিল্প • তৈরি পোশাকের বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসারের (এমঅ্যান্ডএস) উচ্চপদস্থ কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্রিস্টাল মার্টিন অ্যাপারেল বাংলাদেশ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন।এ সময় ক্রিস্টাল মার্টিন ইউকের... • ভালুকায় যুবলীগের সভা অনুষ্ঠিত - Banglanews24.com www.banglanews24.com/fullnews/bn/390348.html • ৫ দিন আগে - ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এজাদুল হক পারুলের সঞ্চালনায় সভায় প্রধান ... ________________________________________ • ভালুকায়-এর চিত্রচিত্রগুলি রিপোর্ট করুন • • • • ভালুকায়-এর জন্য আরো চিত্র ________________________________________ • ভালুকায় মাদ্রাসার কমিটি গঠনে অনিয়ম - সামহোয়্যার ইন ব্লগ www.somewhereinblog.net/blog/MANONESHNEWS/29977339 • ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি পূর্ব পাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি রাতের আধারে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে, শিক্ষক ও এলাকাবাসী এমন কি নব গঠিত কমিটির সকল সদস্যকেও না জানিয়ে গঠন করা হয়েছে বলে প্রতিষ্ঠানের সুপার আবুল কাশেমের বিরুদ্ধে অভিযোগ এসেছে। শিক্ষা মন্ত্রনালয় ও ... • ভালুকায় এক পরিবারের চারজন খুন - bdnews24.com bangla.bdnews24.com/bangladesh/article897117.bdnews • ১৬ ডিসেম্বর, ২০১৪ - ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দলের এক স্থানীয় নেতা ও তার পরিবারের তিন সদস্যকে হত্যা করেছে দুর্বত্তরা। ________________________________________ ৩,১৬,০০০টি ফলাফলের 2 নম্বর পৃষ্ঠা (০.৩১ সেকেন্ড) অনুসন্ধানের ফলাফল 1. ভালুকায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ - Janakantha www.dailyjanakantha.com/?p=details&csl=119499 • ভালুকায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ. তারিখ: ৩০/০৪/২০১৫. নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামিরদিয়া মাহদীন সুয়েটার মিলের সামনে বুধবার রাতে লড়িচাপায় এক মিল শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় শ্রমিক ও এলাকাবাসি প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ভালুকা মডেল ... • ভালুকায় স্বামীর হাতে স্ত্রী খুন - ইনকিলাব www.dailyinqilab.com/2015/02/20/241397.php • ২০ ফেব্রুয়ারী, ২০১৫ - ভালুকা উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় পাষ- স্বামীর হাতে রাবেয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ ও গার্মেন্টস কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বসতঘরের মেঝেতে পড়ে থাকা লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার সাভার উপজেলার জিরাব কাঠগড়া গ্রামের ... • মৌলভীবাজারে ২ বোনের লাশ উদ্ধার ভালুকায় দুই গৃহবধূর আত্মহত্যা www.dainikamadershomoy.com/2015/05/07/26292.php • 1 দিন আগে - মৌলভীবাজার থেকে ২ বোনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়মনসিংহের ভালুকায় ২ গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল পৃথক এ ঘটনা ঘটে। জানা গেছে, • ভালুকায় শ্রমিকলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগ সাধারণ ... www.banglatribune.com › রাজনীতি • ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শ্রমিকলীগের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানা ওসি গোলাম সারুয়ার জানান, গুরুতর আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান পাঠান শাথিল, ছাত্রলীগ কর্মী ... • ভালুকায় ট্রাক চাপায় আলীম পরীক্ষার্থীর মৃত্যু | Nobobarta nobobarta.com › ময়মনসিংহ • ১৫ ঘন্টা আগে - মঙ্গলবার(৭এপ্রিল)রাতে ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের ভান্ডাব ট্রাকের চাপায় এক ফেরি ওয়ালার ছেলে নিহত হয়েছে। জানাযায়, ঘটনার সময় ইট বোঝাই একটি ট্রাক (ময়মনসিংহ-ট-১১-০১৫৪) ভালুকায় আসার পথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আইনুল হকের ছেলে পারভেজ (৮)কে পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে ভালুকা স্বাস্থ্য ... • ভালুকায় আঞ্চলিক শ্রমিকলীগের মানববন্ধন - Bhalukanews24 www.bhalukanews24.com/bn/details.php?id=1929 • বিএনপি জামায়াতের হরতাল অবরোধের নামে মানুষ পুরিয়ে হত্যার প্রতিবাদে আঞ্চলিক শ্রমিকলীগ ভালুকা শাখায় উদ্যোগে মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা । এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ... • ভালুকায় ক্ষুদে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - BD24Live www.bd24live.com/bangla/article/38770/index.html • ভালুকায় ক্ষুদে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত. ২০১৫ এপ্রিল ২৫ ১১:২০:৫৩. আবুল বাশার শেখ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ভালুকায় বিপিএল ক্ষুদে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। (২৪ এপ্রিল) শুক্রবার বিকেলে উপজেলার পাড়াগাঁও বড়চালা প্রাথমিক স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট এফএম আসাদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ... • ভালুকায় আইনশৃঙ্খলা কমিটির সভা - BD24Live www.bd24live.com/bangla/article/9443/index.html ভালুকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ার তার সূচনা বক্তব্যে বিগত এক মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তোলে ধরে বলেন, এ সময়ে দুইটি ... • ভালুকায় সাদসান গার্মেন্টস এ শ্রমিক ছাটাই - দৈনিক একুশে সংবাদ dailyekusheysangbad.com › আজকের একুশে • ৭ দিন আগে - ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত সাদসান গার্মেন্টেসের প্রায় আড়াই শতাধিক শ্রমিককে কোন কারণ ছাড়াই ছাটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাদসান এ্যাপারেলস লিমিটেডে প্রায় সহ¯্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছেন। • ভালুকায় বিএনপি নেতাসহ এক পরিবারের চারজন খুন - আমার দেশ www.amardeshonline.com/pages/details/2014/12/17/262651 • ১৭ ডিসেম্বর, ২০১৪ - ময়মনসিংহের ভালুকা উপজেলায় ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু (৪০) এবং তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রামে এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি গোলাম সরোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ________________________________________
Previous
Next Post »
Powered By Blogger