স্টাফ রিপোর্টার :মুক্তাগাছা :উপজেলার তারাটি চরপাড়া গ্রামে আজ শনিবার দুপুরে পারিবারিক ঘটনার জের ধরে চাচাতো ভাই রফিজ উদ্দিনকে শাবলের আঘাতে হত্যা করেছে শামসুদ্দিন(৫০) নামে এক ব্যক্তি। পুলিশ শামসুদ্দিনকে গ্রেফতার করেছে। ওই গ্রামের রফিজ উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই শামসুদ্দিনের পারিবারিক কলহ ছিল। শনিবার রফিজ উদ্দিন পানি পান করতে শামসুদ্দিনের রান্নাঘরে যান। এ সময় পেছন থেকে শামসুদ্দিন শাবল দিয়ে রফিজ উদ্দিনের মাথায় আঘাত করে। এলাকাবাসী জানান, শামসুদ্দিন মানসিক বিকারগ্রস্থ । তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো ।
EmoticonEmoticon