মুক্তাগাছায় জমিদার বাড়ি পরিদর্শন : চলছে সংস্কার কাজ


মুক্তাগাছায় জমিদার বাড়ি পরিদর্শন :চলছে সংস্কার কাজ। স্টাফ রিপোর্টার :ময়মনসিংহে মুক্তাগাছায় আজ সোমবার মুক্তাগাছা রাজবাড়ীর সংস্কার কাজ পরিদর্শনে আসেন সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক রাঁখী রায়। সাথে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মুক্তাগাছা রাজবাড়ী সংস্কার কাজের উপ-সহকারী প্রকৌশলী আঃ রাজ্জাক। রাজবাড়ীতে চলমান সংস্কার কাজ পরিদর্শনে এসে কর্মকর্তা রাঁখী রায় সাংবাদিক ও সাধারণ জনগনের তোপের মুখে পরে। চলমান অনিয়ম, নিন্মমানের কাজ, ঠিকমতো তদারকি না করা এবং কেয়ারটেকার আঃ রশিদের চাঁদাবজি ও মাদকসেবীদের সাথে রশিদের সম্পর্ক থাকা সহ বিভিন্ন অনিয়ম ওঠে আসে। রাঁখী রায় প্রথমে রশিদের পক্ষ নিয়ে সাফাই গাইলেও পরে সাংবাদিক ও সাধারণ জনগনের চাপে রশিদকে সঠিকভাবে দায়িত্ব পালনে তাগিদ দেয়। উল্লেখ্য যে, রাজবাড়ীতে যৌন হয়রানি, ছিনতাই, নির্দিষ্ট টাকার বিনিময়ে নারী পুরুষের অবাদ মেলামেশার সুযোগ করে দেওয়া ও মাদক সেবীদের সাথে আতাত করে মাদক ব্যবসা চালিয়ে যাওয়া সহ নানা অভিযোগে ইাতমধ্যে বহুবার পত্র-পত্রিকায় লেখালেখি হলেও প্রশাসন কোন উদ্যোগ না নেওয়া আঃ রশিদ তাদের তোয়াক্কা করে না। গতকাল সরজমিনে গিয়ে জানা যায় রশিদ উপর মহলকে নাকি খুশি করে রাখে , তাই তার কেউ কিছু করতে পারবেনা বলে বাকি তিন কর্মচারিকে বলে দিয়েছে।
Previous
Next Post »
Powered By Blogger