
ময়মনসিংহে টিকিউআই ওও | মনোনেশ দাস : ময়মনসিংহে টিচিং কোয়ালিটি ইম্প্রভমেন্ট ওও (টিকিউআই ওও) ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্টের আওতায় ২১ দিন ব্যাপি ২১তম ব্যাচের প্রশিক্ষণ গত ২৫ এপ্রিলে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই) শুরু হয়েছে। প্রশিক্ষণটি আগামী ১৫ মে শুক্রবারে শেষ হবে।
https://muktagachanewsbd.wordpress.com/2015/05/10/%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%89%E0%A6%86%E0%A6%87-%E0%A6%93%E0%A6%93/
এ প্রশিক্ষণ গত ২৫ এপ্রিলে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে পাবনা, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জের ১২৬জন মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অধ্যক্ষ ও মাদ্রাসার সুপারগণ অংশ গ্রহণ করছেন। ক, খ এবং গ তিনটি গ্রুপে কাস পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ সম্পর্কে পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফতাব হোসেন (সাংবাদিক) জানান প্রশিক্ষণটি উক্ত ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো: আব্দুল আউয়াল খানের দক্ষ পরিচালনায় অত্যান্ত সুন্দর ভাবে চলছে।
এছাড়া সহকারি পরিচালক মো: সফিকুল ইসলাম সার্বিকভাবে সকল কাজের তদারকি বা সমন্বয় করছেন। প্রশিক্ষণটিতে নারায়ন চন্দ্র ভৌমিক অতিরিক্ত পরিচালক, মিসেস তাহমিনা রিমা খান উপ-পরিচালক, মো: নূরুল ইসলাম উপ-পরিচালক, মো: হালিম সরওয়ার সহকারি পরিচালক, অজিত কুমার সরকার সহকারি পরিচালক, মো: শামিম আল মামুন সহকারি প্রোগ্রামার কাস পরিচালনায় দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণে প্রতিষ্ঠান প্রধানদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রতিষ্ঠান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে কাস পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫:১৫ মিনিট পর্যন্ত চলছে। উল্লেখ্য যে, গত ৭মে ৩টি গ্রুপের প্রশিক্ষণার্থীদের সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সফর সমাপ্ত হয়েছে।
EmoticonEmoticon